
আজকের পর্বে দেখুন সামহোয়্যারকে ধ্বংস করার লক্ষ্যে এ-টিমের একটি পরিকল্পনা। ইতিহাসের কী নির্মম পরিণতি। এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন তাদের কারো ব্লগ বাতিল হয়ে গেছে, কেউ পোস্ট ব্যাকআপের হুমকি দেয়, কেউ হ্যাকার-স্ক্রিপ্ট কিডির ব্যর্থ পূর্ণদৈর্ঘ্য নাটক রচনা করেন, মুখোশ উন্মোচন হয়ে যাওয়ায় কেউ আবার এ-টিম সদর দফতরের ডাইহার্ড পুরনো যোদ্ধাকেও অস্বীকার করেন, আবার কেউ দিনের পাঁচ ওয়াক্তে পাঁচবার খাবারদাবার পিঠাঘরের অ্যাডভার্টাইজ করছেন।
স্ক্রিনশটটি দেখুন। বিশ্লেষণ করুন। ভেবে দেখুন, কাদের খেলার পুতুল হয়ে আছি আমরা সবাই? বিচার আপনার হাতে। তারপরও হাসিবের ব্লগ বাতিল হোক- তা চাই না।